Monday, January 22, 2018

হতে পারে - সোহান আরাফাত

হতে পারে আজকের পর থেকে কারো কারো সাথে আর দেখা হবে না,
হতে পারে আজকের পর অনেকেই আর পোস্টে লাইক দেবে না,
হয়ত বা আর মেসেজিং হবে না সেভাবে,কিংবা কখনই,
হয়ত দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে লেখাগুলো,
নোটিফিকেশন এর যন্ত্রণায় করে দেবে ইগ্নোর,

হতে পারে প্রচন্ড দরকার পড়লেও আর আসবে না কাছে,
জিজ্ঞেস করবে না কখনও লজিক গেট দিয়ে কিভাবে প্রোজেক্ট তৈরি করে,
কিংবা স্যার কি করেছিল গত সপ্তাহে,

হতে পারে ভয় পেয়ে আর চোখে চোখ মেলাবে না অনেকেই,
হতে পারে ভুল ভেবে, মিথ্যা অজুহাতে, দূর করে দেবে আমায়,

হতে পারে, হয়ত।

কিন্তু জেনে রেখ,
হতে পারে তোমাদের এড়িয়ে যাচ্ছি এমন টা ভাবো।
না, এড়িয়ে যাই না কখনও,
শুধু আমার প্রতি তোমাদের ঘৃণা কে সম্মান দিয়ে পাশে সরে আসি।

হতে পারে আমি উঁকি দেই দেখতে, ফায়ার এক্সিটে কিংবা কোন চিপায় চাপায় কেও আছে কিনা বসে,খাতটা ধরে বিরস নয়নে।

হতে পারে তোমায় পছন্দ করি। কিন্তু হয়ত বন্ধু হতে চেয়ে। তোমাদের লীলাখেলার সাথী হয়ে নয়।

হতে পারে আমি এখনও বসে থাকি, কেও আমায় বলবে এসে, সমস্যা কি সমস্যা কি? সমাধান টা দিতে পারি।

হতে পারে,,হুম,,হতে পারে।।।

No comments:

Post a Comment