তোমার জন্য-সোহান আরাফাত
গ্রীষ্ম তাপে,রাস্তা ধারে
যখন তুমি হাঁটছ
ঘামছ তুমি ,ধুঁকছ তুমি ,
দেখে তোমার কষ্ট;
দিয়ে দিলাম এক পশলা বৃষ্টি।
সেই বারিষে ভিজল সবাই,
ভিজলে না যে তুমি,
কেন?
তোমার ঠান্ডা লাগবে বলে।
তোমার জনয় হিমেল হাওয়া
তমার জনয় মিষ্টি রোদ ,
তোমার জন্য তারা হয়ে ,
পথ যে দেখাই অনন্ত।
তারপরেও বললে তুমি,
“লাগবে না রে,
পারব আমি সইয়ে নিতে।”
তোমার ছোঁয়া পাব বলে ,
পথ হয়েছি নদীর মাঝে,
পথ ছেড়ে কোন অচিন মাঝির
নায়ে বসে,
বললে আমায়,
“সাঁতার আমি খুব যে জানি”
সেবার যখন ঝড়ের মাঝে,
গেলাম তোমায় ধরতে আমি,
বললে তুমি, ” বন্ধু আমার, শুভাকাঙ্ক্ষী,
একলা আমি ,কে আছে আমার,
তুই চলে যা,মরব আমি,
নাহয় মরি?”
অন্ধ তুমি নিজের অহং-এ;
কে বলেছে কেও নেই তোমার?
আমাকে কি পড়ে না চোখে?
ধরে না মনে?
পাষাণ তুমি , পাষাণ তুমি।
বুঝছ না যে,
তোমায় আমি পারি দিতে,
এনে দিতে যা যা লাগে।
নাকি; বুঝ তুমি কি চাই আমি,
তারপরেও ,এ না বুঝার ভান,
জেনেও যেন না জানার অপবাদ।
চাইছ তুমি সাথ ছেড়ে দেই ,
আমি তোমার?
ভুল-ভুল-ভুল
ছাড়ব না যে, ছাড়ব না যে।
তোমায় আমি ধরব রেখে,
হাঁটব আমি তোমার পাশে,
সব সময়ে সব কিছুতে।
হতে পারে তুমি আমার কেও হবে
না,
তাই বলে কি তোমাইয় আমি একলা
দেব ছেড়ে,
এসব কিছুই তোমার জন্য,করে
আমি পাই আনন্দ,
সাধবে কি বাদ?সাধো।
কিন্তু মনে রেখ,
কোনো এক দিন যখন সূর্য অস্ত
হবে,
তোমার ঠোঁট শুকিয়ে যাবে,
তোমার দেহে থাকবে না
প্রান,থাকবে না মুখে কথা,
হাত দু’টি ধরে বলব ,
যা করেছি সবই তোমার জন্য।