https://drive.google.com/file/d/0B6i1IEvpnM6zb2tVdEtVQ0JYQmM/view?usp=drivesdk
Sunday, October 29, 2017
Friday, September 8, 2017
অভিশপ্তেরা Chapter-3 সাইকোগ্রাফি
Chapter-3 (সাইকোগ্রাফি)
সুহানের একটা অভ্যাস ছিল। যেখানেই যেত, সেখানেই সে লোকজনের আচার-আচরন এনালাইসিস করতে লাগত। তার মতে, "ছেলে হোক মেয়ে হোক সাইকোগ্রাফি দিয়ে অনেকের ব্যাপারে অনেককিছু জানা সম্ভব।" এটা করতে গিয়ে অবশ্য সে কারও মনে কষ্ট দেয়নি। কিন্তু নিজে অনেক জটিলতায় ভুগেছে।
যেমন ধরা যাক এক ছেলের কথা। এই ছেলে অন্য এক সেকশন এর ছেলে,তারই সেমিস্টার এর। এই ছেলে নাকি কাকে একবার খুন করেছিল। কিভাবে কিভাবে জানি সুহান বের করেছিল অতীতে এই ছেলে কাওকে খুন করেছে। ঘটনা সত্য ছিল। এটা সে এতদিন পর্যন্তও চেপে রেখেছে। এরকম অনেকের ব্যাপারে অনেককিছু জানত সে। তার প্রেডিকশন এর ক্ষমতা অনেকটা সত্যের মতই সত্য ছিল।
ক্যাম্পাসে এসে সে কয়েকটা ব্যাপার দেখেছে। যেসব শিক্ষার্থীরা অনেক দূরে থেকে আসে তারা আস্তে আস্তে রেজাল্ট খারাপ করে। আবার খুব কাছে যারা থাকে তারাও। দূরের টা হয়ত করতে পারে। কাছেরটা কেন? কারন কাছে থাকলে তারা অলস হয়ে যায়। এছাড়াও কাছে থাকলে অনেকের যাওয়া-আসা থাকে। এটাও একটা সমস্যা। তাই সুহান ছিল একেবারে কাছেও না আবার দূরেও না। কিন্তু ২য় বছরে তার এই ডিলিউশন টা কেটে যায়। চলে আসে ক্যাম্পাসের কাছে।
এবারে একটা প্রশ্ন করি। সাইকোগ্রাফির প্রেক্ষিতে এর একটা প্রয়োজন আছে। এইযে বলা হয়, "ছেলে মেয়ে সবাই সমান" এই কথার যৌক্তিকতা কতটুকু? আসলে কথাটার মানে কি? এই কথাটা কই আদৌ সত্যি?
মৌলিক অধিকার বলতে আমরা যেটা বুঝি সেটা সবার ভিতরে সমানভাবে যাতে বন্টিত হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। কিন্তু সমস্যা হল দুইজনের সাইকোগ্রাফি কতটুকু সমান? এই এক যায়গাতেই কখনও ছেলে মেয়ে সমান হতে পারবে না। কিছু একটা অমিল থেকে যাবেই। এর একটা হালকা-ঝাপসা উদাহরন সুহান পেয়েছিল।
সে দেখেছে ফার্মেসী ডিপার্টমেন্ট এ মেয়েদের সংখ্যা বেশি। কিন্তু, EEE তে কম। EEE তে লজিকাল পড়াশোনা বেশি হয়। যদিও মেয়েরা পড়া বুঝে কম কিন্তু মেয়েরা অনেক বেশি ডিটারমাইন্ড থাকায় পড়া মুখস্থ করে পার পেয়ে যায়। কিন্তু এই পড়া বুঝার জন্য মেয়েরা কম ঝামেলায় পড়ে না।ক্যাম্পাসের ছোটভাই থেকে শুরু করে বড় ভাই সবার সাথেই তাদের যোগাযোগ রাখতে হয়। মেয়ে বলে ব্যাপারটা হয়ও সহজে। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে পড়ে। একে তো প্রাইভেট ইউনিভার্সিটি, প্রচুর টাকা; তার উপর আবার পরিবারের চিন্তা, চাকরীর চিন্তা। আর বাড়ির বড় ছেলে হলে তো কথাই নেই।
তাই বলা যায় মেয়েরা ছেলের মত,অথবা ছেলেরা মেয়ের মত চলতে হবে এর কোন মানে নেই। চলতে সেভাবে যেভাবে চলাটা জরুরি। ছেলেদের কথা ধরি, এরা ইমার্জেন্সিতে রাস্তার পাশে হিসু করবে। তাও দাঁড়িয়ে। মেয়েরা কি পারবে? আবার মেয়েরা বাচ্চাকাচ্চা যেভাবে বড় করে,একটা মেয়ের বয়ঃসন্ধিকালে একজন মা তার মেয়েকে দেখভাল করে,কোন ছেলে কি পারবে? ছেলেরা তাদের অন্তর্বাস ৪/৫ দিন না ধুয়ে পরলেও কিন্তু তাদের বিশেষ কোন সমস্যা হয় না। এটা একটা মেয়ে করুক, আমি নিশ্চিত তার যোনিমুখে ইনফেকশন হবে। একটা ছেলে কখনও শিশু পেটে ধরতে পারবে না। (আমি তো ছেলে। তাই মেয়েদের ব্যাপারে এতকিছু বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।) তাই যার যেমন টা দরকার সেভাবে চলা উচিৎ। জোর করে একজন আরবকজনের মত করে চলার প্রয়োজন নেই। সুহানের সবসময়ই মনে হয় EEE তে মেয়েদের পড়াশোনাটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। কারন কোন মেয়েই আরেকজনকে পড়া পড়ে বুঝিয়েছে এমনটা পাওয়া যায়নি।
*
জীবন কে উপর থেকে যতটা "মেয়ের-পিছে দৌড়ানো" মার্কা মনে হয় সে কিন্তু তেমনটা নয়। এই ছেলেও মেয়েদের ব্যাপারে পরিষ্কার ধারনা রাখে। ব্যাপারটা সুহান টের পেয়েছিল বেশ জটিল একটা ঝামেলায় পড়ে। ঘটনা টা পরে বলি। তার আগে রিমার ব্যাপারে সুহানের চিন্তাটা পরিষ্কার করে নেই।
সুহান একটা মেয়েকে পছন্দ করে বসে। নিতান্ত অনিচ্ছা সত্বেও রিমাকে সে বলেছিল মেয়েটার সাথে তার একটা যোগসাজশ করে দিক। প্রথমে রিমা আমল দেয়নি, কিন্তু পরে যখন দেখল সুহান বেশ সিরিয়াস তখন অনেকভাবে বুঝিয়েছে এই ব্যাপারে না এগোতে। সুহান তখনও যখন সিদ্ধান্তে অটল ছিল তখন রিমা তাকে বুঝিয়েছিল, "একটা জব করা শুরু কর,তারপর প্রেম কর।" আরো বলেছিল, "একই ক্লাসের তো, হব না,বাদ দাও সুহান।" এরপর সুহান রিমাকে কিছুটা কন্সার্ভেটিভ বা নিয়ম আঁটা মেয়ে বলে মনে করে। এরকম মেয়েরা অনেক বেশি ডিটারমাইন্ড হয়ে থাকে। জীবনটা এদের কাছে শুধু বাঁধাধরা একটা প্যাটার্ন ছাড়া কিছুই নয়। এটা সত্যি যে একটা মেয়েকে সারাজীবনে অনেক ভুগতে হয়, তারপরেও রিমার মত মেয়েরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে তাই না, এরা ভবিষ্যৎ কে ভয়ও পায় অনেক।
এতো গেল এক মেয়ের ব্যাপার। কোন কোন মেয়ে নাকি পাশ করার জন্য ভাল ছাত্রদের সাথে প্রেম করেছে এমনও শুনেছে সে। তার সেমিস্টার এর মেয়েগুলা এই সাপেক্ষে অনেক ভাল। তার মানে পুরো ঘটনা মোটামুটি দাঁড়ালো যে প্রাইভেট ভার্সিটির মেয়েগুলো বেশ কাটখোট্টা ধরনের হয়। বয়স বেশি হওয়ার কারনেও এমন হতে পারে, তবে যাই হোক প্রাইভেট ক্যাম্পাসের ছেলে-মেয়ে গুলোর অনুভূতিগুলো অনেকটা মাপা বা সীমিত গোছের। এরা যদি হাসে তার পিছনেও কারন থাকবে, যদি কাঁদে তাও থাকবে, যদি ভালবাসে তাও একটা কারন লাগবে। ম্যাচিউরিটি টা এভাবেই হত হয়। তবে সুহানের চিন্তাগুলো খুব সরল থাকায় এগুলো সে হুট করে বুঝে উঠতে পারেনি।
এখন কথা হল, যে এতগুলো এনালাইসিস করে হবে টা কি? যুদ্ধক্ষেত্রে বন্ধু-শত্রু চেনাটা জরুরী। নাহলে অনেক বিপদে পড়তে হয়। সুহানেরও তাই এনালাইসিসগুলো করা প্রয়োজন ছিল অনেক। তবে সুহান বন্ধুর ব্যাপারটা এড়িয়ে চলার পিছনে একটা কারন ছিল।তার আগে জেনে নেই সুহানের মতে বন্ধু কি?
সুহানের মতে বন্ধু হল সেই ব্যক্তি যার সাথে মনের কথাগুলো খোলাখুলি আলোচনা করা যায়, এবং বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা সারাজীবনের জন্য থেকে যায়। ক্যাম্পাসে এসে সবসময়েই সে দেখেছে এরা শুধু পড়ার জন্য একে অপরকে ফ্রেন্ড বানায়। যদি পড়াশোনার সাহায্য কমে যায় এই বন্ধুত্বও আর থাকে না। এরা কিছুটা একে অপরকে ব্যবহার করে। সুহান কখনও চায়নি সে এভাবে কাওকে ব্যবহার করুক। তাই কারও সাথেই তার বন্ধুত্ব সে নিজেই গাড় হতে দেয়নি। সারা সেমিস্টার এর পড়া সে একাই নিজে পড়ে। খুব কম ক্ষেত্রেই সে সাহায্য নেয়।
তবে এক টাইপের ছেলে-মেয়েদের থেকে সে সবসময় দূরে থেকেছে। যারা পড়া-শোনা কিছুই করে না। এবং এই ছেলেগুলোই দেখা যায় পরীক্ষার আগে পড়াগুলাও কিছুটা খেয়ে উগলে দেওয়ার মত করে পড়তে চায়। এরা আসলে কিছুই বুঝতে চায় না। কিন্তু পুরো জিনিসটার সিকুয়েন্স বুঝতে চায়। তারমানে এদেরকে আবার সবকিছু নতুন করে পড়ানো লাগবে। অসম্ভব! একটা নির্দিষ্ট যায়গায় সমস্যা হলে হয়। যে কিছুই পড়ে নি তাকে কিছু বোঝানো সম্ভব না। পড়ানোর ঠেকা টা স্যার রা নিয়ে রেখেছেন।
এবারে আসি সুহান এর ব্যাপারে। সুহান কে নিয়েই তো পুরোটা লেখা। তাই গল্পের সাথেই থাকুন। সুহানের সাইকোগ্রাফি টা নাহয় আপনারাই করবেন।
এই চ্যাপ্টার এর পিডিএফঃ
https://drive.google.com/file/d/0B6i1IEvpnM6zcWpBN0J4OVlqbXM/view?usp=drivesdk
Wednesday, August 30, 2017
অভিশপ্তেরা Chapter-2: ইতিহাস
Chapter-2 (ইতিহাস)
অনেকের মুখেই হয়ত শোনা যায় বাংলাদেশের শিক্ষাব্যাবস্থার অবস্থা খারাপ। এখন যদি জিজ্ঞেস করা যায় কিভাবে খারাপ, অনেকেই বলতে পারবে না। আসলে ঘটনা টা কি? সবাই এই শিক্ষাব্যবস্থা কে মুখ খিস্তি দেয় কেন? সকালের ঘুমটা ঠিকমত হয় না বলে? টাকা নষ্ট হয় এজন্য? নাকি সময় নষ্ট হয়? নাকি অন্য কিছু?
এই কথাটা পরে বলব। এখন একটা সাধারন ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। ইন্টার এর পর বাংলাদেশে সাধারনতঃ ছাত্রছাত্রী দের যে ক্লাসিফিকেশন আছে সেগুলো হল, (১) এক দল এডমিশনের জন্য কোচিং এ ছোটে। (২) এক দল গিয়ে জাতীয় বিশ্ব্যবিদ্যালয়ে ভর্তি হয়। (৩) আরেক দল আছে যারা আগে থেকেই জানে এসব করে কোন লাভ নাই, যেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি তে ঠাঁই করে নেয়।
এরপর আসি (১) এর দলে। এরা কোচিং শেষ করে সারাদেশ টেস্ট দিয়ে বেড়াবে। এদের আবার ভাগ আছে। (১) এক দল আছে যারা প্রথমেই চান্স পেয়ে যায়।(২) অন্য এক দল।এরা চান্স পায়,কিন্তু মনের মত না।পরের বার আবার চান্স পেতে হবে তাই ভর্তি হয়ে বসে থাকে,ক্লাস করে না। যদি চান্স না পায় তাহলে যেটায় ভর্তি ছিল সেটা কন্টিনিউ করে।(৩) আরেক দল চান্স না পেয়ে প্রাইভেট এ চলে যায় অথবা জাতীয়। (৪) আরেক দল কোথাও চান্স না পেয়ে আবার এডমিশন কোচিং শুরু করে।
এর ভিতর আবার (৪) এর দল তারপরেও কোথাও চান্স না পেয়ে প্রাইভেট এ চলে যায়। সুহান হল সেরকম এর ভিতর একজন। তবে ব্যাপারটা এত সহজে হয়নি। সুহানের ইচ্ছা ছিল সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে। কিন্তু কয়েকটা সমস্যা ছিল। প্রথমত সুহান এর বাড়ির পাশেই একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখান থেকে অনেক অনেক মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। সাধারনতঃ বাড়ির পাশে যখন এরকম কিছু থাকে সব মা-বাবা,অভিভাবক স্বপ্ন দেখেন তার সন্তান বাড়ির পাশে এসে চাকরী করুক।
সেদিন সুহান উপজেলা চত্বরে ওয়াইফাই চালাচ্ছিল। তার ছোট কাকু ফোন দিয়ে বলল ভর্তীর ব্যাপারে। তাকে বুঝানো হয়েছিল সে যেন ইলেক্ট্রিকাল ইলেক্ট্রনিক্স এ ভর্তি হয়। খোঁজ নিয়ে জানল ইউনিভার্সিটির CSE এর সিট শেষ। নিরুপায় হয়ে সে এই সাবজেক্ট টাই বেছে নিয়েছিল।
প্রথমের দিকে সে টের পায়নি আসলে ঘটনা টা কি ঘটেছে। কিন্তু পরে বুঝল CSE আর EEE এর মধ্যে অনেক তফাৎ আছে। তার উপরগ ডিপার্টমেন্ট এর ক্যাঁচাল। বেচারা সারাদিন পড়ে অথচ রেজাল্ট করতে পারে না। ১ম সেমিস্টার এ এর জন্য বাড়িতে কঠিন বকাঝকাও খেতে হয়েছে তাকে। সুহান এটা নিয়ে অনেক মন খারাপ করেছিল। এই এখনও তাকে স্কুল-কলেজের মত বকা খেতে হবে ভার্সিটি উঠে? এই ছিল কপালে?
২য় সেমিস্টার থেকে অবশ্য ব্যাপারটা ঠিক হয়ে গেছিল। তাকে আর বকাঝকা করা হত না। ২য় সেমিস্টার এ সে পড়েছিলও অনেক। কিছুটা খাওয়া-দাওয়া ভুলে পড়ার মত। এর জন্য তাকে যন্ত্রনাও কম পোহাতে হয়নি। সেই সেমিস্টার এ সুহান এর মাঝেমধ্যেই প্রচন্ড মাথাব্যাথা হত। প্যারাসিটামল খেতে খেতে এমন অবস্থা হয়েছিল নর্মাল ডোজ আর কাজই করত না। এরপর সে ক্যাফেইন+প্যারাসিটামল খাওয়া ধরেছিল।
কিছুদিন যেতে যেতে সুহান বুঝল আসলে এত মাথা ঘামিয়ে পড়ার কিছুই নেই। সবই মুখস্থ। কিন্তু সমস্যাটাও শুরু হল সেখানে। সুহানের মুখস্থ বিদ্যা অনেক খারাপ। এইসব প্যাটার্নলেস ম্যাথ,হিস্টোরি,সোসিওলজি নিয়ে ১ম সেমিস্টার থেকেই সে অনেক কনফিউজড ছিল। ২য় সেমিস্টার এ তার রেজাল্ট অবশ্য ভাল হয়েছিল। তবে মাথাব্যাথাটা আরও হল ৩য় তে উঠার পর। সেটা পরের গল্প। তার আগে আমরা সেই প্রশ্নটায় যাই।
সেটা হল, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কেন খারাপ? কয়েকটা কারন আছে। তবে সুহান মনে করে ঠিকমত ম্যাথ না শেখা/শেখানোটা এর অন্যতম কারন। ইন্টারমিডিয়েট এ উঠার পর সুহানকে ম্যাথ নিয়ে ভুগতে হয়েছে সবচেয়ে বেশি। ফলাফল, সে এখনও পর্যন্ত জানে না ক্যালকুলাস এর ম্যাথ গুলো করার উদ্দেশ্য কি! ক্যালকুলাস এর ফর্মূলা ফিজিক্স এ কেন!
ক্যালকুলাস সম্পর্কে সুহানের আগ্রহ হয় যখন সে মোঃ জাফর ইকবালের গল্পের বই পড়ত। সেখানে লেখা ছিল কিভাবে ১২-১৩ বছরের একটি ছেলেকে তার বাবা ক্যালকুলাস শিখিয়ে দিচ্ছে। অথচ সে নিজে কিছুই জানে না বুঝে না। ইন্টারমিডিয়েট এ উঠে সে ক্যালকুলাস টা অনেক ভাবে ভিজুয়ালাইজ (দৃশ্যমান) করার চেষ্টা করেছে তারপরেও লাভ হয়নি।
উদ্ভাস এ কোচিং করতে গিয়ে যেদিন সে ম্যাথে ফাংশনের ক্লাসটা করতে যায় সেদিন সে টের পায় আসলে ঘটনা কি? এই এতদিন ধরে সে জানতই না যে ফাংশন জিনিসটা কি। অথচ সে এই টপিক ক্লাস ৭/৮ থেকে করে আসছে। তাহলে এতদিন কি করল সে? ম্যাথ মুখস্থ করেছে। তারপরের কাহিনীগুলো আরও ভয়াবহ। সে এই ক্যালকুলাস শেখার জন্য অনেককিছু করেছে। জাপানে ক্যালকুলাস শেখার জন্য একটা কমিক্স আছে, এটাও সে পুরোটা ঘেটে দেখেছে। লাভ হয়নি।
ভার্সিটি তে ভর্তি হওয়ার পর অনেক চেষ্টা করেও সে ম্যাথ এর জটিলতা থেকে রক্ষা পায়নি। ইন্টারে থাকতে সে এক স্যারের কাছে ম্যাথ করত। এখনও সুহান সেই স্যার এর কথা মনে করে। উনিই এর থেকে ভাল ছিলেন। অন্তত নিজে থেকে কিছু বলতেন। এখানে কেও কিছু বলে না। শুধু শীট দেখে বোর্ড এ অংক করানো হয়। এটার কপি এক্সামে ছেড়ে দিলে তারপর পাশ।
ততদিনে সুহান বুঝে গেছে আসলে CSE এর সাথে EEE এর পার্থক্য টা কোথায়। একটা সাবজেক্ট এ প্রোগ্রাম শেখানো হয়। আর একটায় প্রেশার দেওয়া হয় টেলিকমিউনিকেশন আর পাওয়ার ম্যানেজমেন্ট এ। বাংলাদেশে চাহিদা যেটার বেশি আরকি।
ক্যাম্পাসে উঠার পর সুহান একটা গোঁড়ামীতে ভুগেছিল অনেকদিন। সে ক্যাম্পাসে শুধু পড়তে এসেছে। বন্ধু সে বানাবে না। বান্ধবী তো ভুলেও না। যদিও অনেককে সে পছন্দ করেছে বন্ধু-বান্ধবী হিসেবে, কিন্তু কাওকে সময় দেয়নি। তার রুম মেটদেরকে নিয়েও তার বিশেষ মাথাব্যাথা ছিল না। সারাদিন শুধু পড়ত। আর খুব বেশি খারাপ লাগলে কার্টুন/মুভি দেখে কাটিয়ে দিত। প্রোগ্রাম এর উপর ঝোঁক ছিল অনেক। তাই সময় পেলে ক্যাম্পাস এ কম্পিউটার ল্যাব এ বসে কাজ করত। এই গোঁড়ামীটা অবশ্য ৩য় সেমিস্টার এ এসে উলটে যায়। তারপর থেকেই জীবন এর সাথে তার ভাব হয়। এই কাহিনীটা পরে একসময় বলি।
১ম সেমিস্টার এ সুহান অনেক আপসেট ছিল। কয়েকটা কারনে। আসলেও কি সে পড়াশুনা চালিয়ে যেতে পারবে? নাকি মাঝপথে এসে ছেড়ে দিতে হবে? এত টাকা দিয়ে পড়ছে শেষমেষ কি হবে? বাবা-মা কি তাদের কোনকিছু বিক্রি করে দিচ্ছে না তো? এর চাইতে কি ফর্ম টা নিয়ে গিয়ে কুষ্টিয়া চলে যাবে ম্যাথ এ অনার্স করার জন্য..............। এরকম ভাবতে ভাবতে ১ সেমিস্টার পার হউয়ার পর সে বুঝতে পারে এর চাইতে ভাল করে পড়তে হবে। রেজাল্ট করতে হবে। ব্যাস ওয়েভার! তাহলেই হয়ত ঝামেলা ঘুঁচবে।
ব্যাপারটা এতটা সহজ হয়নি তার জন্য। তবে চোখ কান খোলা রেখে সে কয়েকটা ব্যাপার ধরেছিল। প্রথমত, EEE এর মত একটা সাবজেক্ট এ পড়ে এমন কেও কেও আছে যারা কিছু না বুঝেও ভাল রেজাল্ট করে। কেও কেও আছে কোনরকম রেজাল্ট করে বের হোক। তাহলে এদের মূল উদ্দেশ্য কি? আর তার চাইতে বড় কথা এরা পাশ করে কিভাবে? পুরো ক্যাম্পাসে ফার্মেসীতে একটা মেয়ে ছিল যার নাকি সব সেমিস্টার এই রেজাল্ট ৪/৪ থাকত। সে তাহলে কিভাবে পড়ত?
কিছুদিন পর সে টের পায়, বড় ভাইদের সলভ এর ব্যাপারে। সেগুলো পড়েই সবাই পাশ করে। কেও কেও আছে তাদের বন্ধুদের থেকে কোনরকম বুঝে নেয়। আরও একটা ব্যাপার আছে সেটা হল প্রশ্ন রিপিট হয়ে। তার মানে কেও যদি আগের বছরের প্রশ্ন সমাধান করে এক্সাম দিতে যায় তার জন্য ভাল রেজাল্ট করা খুব একটা কঠিন ব্যাপার না। এই থিওরীগুলো ২য় সাময়িক এ তার অনেক কাজে লাগে। তখন সে কোনরকম গুছিয়ে নিতে পারে।
ক্যাম্পাসে আসার পর একটা ব্যাপার নিয়ে তার মেজাজ খারাপ হত। যেকোন প্রোগ্রাম নিয়ে সকলের মাতামাতি। ক্যাম্পাসে যে প্রোগ্রামই হোক না কেন সেটাকেই সে ওয়েভার খাওয়ার একটা ধূর্ততা হিসেবে দেখত। একটা প্রোগ্রাম একটিভেট করতে যে পরিমান সম নষ্ট হয় এর থেকে ৮ ঘন্টা ঘুমানো ভাল। যদিও সোসালাইজেশন এর দোহাই দিয়ে অনেকেই এই প্রোগ্রাম করে, কিন্তু এর জন্য প্রতি সেমিস্টার এ কষ্টটাও কম হয়না। মোটামুটি এভাবেই চলছে সুহানের পড়াশোনা। আর সুহানের মত আরও অনেকের। আচ্ছা এই সবারও কি তাহলে সুহানের মত ইতিহাস আছে? নাকি অন্যরকমও আছে? থাকতে পারে।
এই চ্যাপ্টার এর পিডিএফঃ https://drive.google.com/file/d/0B6i1IEvpnM6zYnJHMkIyamxxbmM/view?usp=drivesdk
চ্যাপ্টার ১ এর লিংকঃ https://drive.google.com/file/d/0B6i1IEvpnM6za2ZrSWgwc0liRms/view?usp=drivesdk
Sunday, August 27, 2017
অভিশপ্তেরা(Intro)
অভিশপ্তেরা
-মোঃ সোহান আরাফাত
ভূত প্রেত নিয়ে লেখা কিছু না।এই গল্পটা আমি সেই সব কিশোর/কিশোরীদের জন্য লিখছি যারা হয়ত অনেক চিন্তায় আছে (অথবা ভয়ে আছে) তাদের আশেপাশের দুনিয়াটা এমন কেন? অনেকেই লিখে থাকেন গল্পের সাথে বাস্তবের কোন মিল নেই।আমি এমন কিছু লিখব না। মিল অমিল সেটা পাঠক/পাঠিকারা ঠিক করবেন। গল্পটি বিক্রি করার উদ্দেশ্যে লেখা নয়। এই গল্পটি আমার ব্লগে পাবেন। www.limitless13579.blogspot.com। এখানে ovishoptera ট্যাগ এ লেখাটা পাওয়া যাবে। চ্যাপ্টার বাই চ্যাপ্টার গল্পটি রিলিজ হবে।।কতদিনে লেখা শেষ হবে জানি না!
-ফার্মগেট, ঢাকা।
২৫-আগস্ট,২০১৭
Chapter-1 (বন্ধুত্ব এবং ঘৃণা)
সুহানের হাতে একটা সমস্যা ছিল। খুব বেশি উত্তেজিত হলে ওর হাত কাঁপতো। অত্যন্ত বাজে একটি সমস্যা। এই সমস্যাটা শুরু হয়েছিল ক্লাস ২/৩ থেকে। এর কোন সঠিক সমাধান সে পায় নি। অনেকবার চেষ্টাও করেছে সমস্যাটা পাশ কাটিয়ে এক্সাম হল এ জোরে লেখার জন্য, কিন্তু লাভ হয়নি। জোরে লিখতে গেলেই হাত এঁটে আসতো। জোর করে লিখতে গেলে লেখা বোঝার মত থাকত না। ক্লাস ৩ থেকে ৮ পর্যন্ত এর জন্য তাকে এক্সাম এর মধ্যেই ৫ মিনিট করে বসে থাকা লাগত। প্রচন্ড ব্যাথা হত হাতে। কিন্তু কিছু করার নেই,হাত কাঁপছে তো!
টিচাররা এর জন্য বকেছেও অনেক। ব্যাপারটা আসলেও উদ্ভট। একটা ছেলে লিখতে লিখতে হুট করে লেখা থামিয়ে দিচ্ছে। এই খবর বাসা পর্যন্তও চলে গেল। বাসায় তার মা বকাবকি শুরু করল........
ক্যাম্পাসে বসে সুহান এগুলো চিন্তা করছে। এখন সমস্যাটা নেই।একটা প্রাইভেট ভার্সিটিতে ২ বর্ষের ছাত্র সে। হাতের দিকে তাকিয়ে হঠাৎ করেই চিন্তাগুলো চলে আসে তার মাথায়। কি কঠিন দিন ছিল সেসব। মনে হলেই খারাপ লাগে। হঠাৎ রিমার ডাকে চমকে যায় সে। সুহানের ক্লাসমেট। সুহানকে ডেকে বলল,"সুহান ক্লাসে যাবে না?"
কয়েকটা কারনে সুহান রিমাকে পছন্দ করে না। অন্যতম কারন এই মেয়ে পড়াশুনার ব্যাপারে অনেক আত্মকেন্দ্রিক। আরও ভালোভাবে বলা যায় স্টুডেন্ট ভাল হওয়া সত্বেও ভাব নেয় কিছুই পড়ে নি।কিছুই জানে না। অথচ রেজাল্ট অনেক ভাল। সুহানের মাঝেমাঝেই মনে হত মেয়েটাকে ডেকে বলে, "তোমাকে আমি ঘৃণা করি।" কখনও বলে নি। সুহানের একটা কোড লিস্ট আছে,সেখানে একটা নিয়ম আছে সেটা হল কারো মনে সে কখনও কষ্ট দেবে না। এটা সে ইন্টারে পড়াকালীন বানিয়েছিল। তাই সুহান হেসেই উত্তর দিল," চল একসাথেই যাই।"এই বলে দুইজন চলে গেল ক্লাসে।
যদিও রিমাকে সুহান অপছন্দ করে তারপরেও এই একটা মেয়ে সবার থেকে আলাদা ছিল। তার সেমিস্টার এর সব মেয়েরাই সুহানকে তুই করে ডাকত। সুহানের এটা মোটেও ভালো লাগত না। মেয়েদেরকে (সমবয়সী/বয়সে বড়) সাধারণতঃ সে তুই-তোকারী করে না। শুধু তার ফুপি বাদে( বয়স সুহানের থেকে ১২-১৩ বছর বেশি)। একটা মেয়ে যদি তুই বলা শুরু করে তাহলে তাকে তুমি বলাটা বেখাপ্পা হয়ে যায়।বাধ্য হয়ে সুহানও তুই বলা শুরু করে।তবে ব্যাপারটা ধরে রাখতে পারে না,তুমি চলে আসে। এই একটা মেয়ে সুহানকে কখনও তুই বলার চেষ্টাও করে নি। ফেসবুকেও না।সামনা সামনিও না। সুহানও কখনও বলে নি।
দুইজন একই সাথে ক্লাসে ঢুকল। প্রায় সময়েই রিমার পাশে বসে সুহান। সাধারণত সবাই পিছনে গিয়ে বসে।সুহান সামনে বসে।আর রিমাও সামনে বসে। এটাও আরেক ফেনোমেনা। ক্লাসে বেশ মনোযোগী দুইজনেই।
তখনও ক্লাস শুরু হয়নি। সুহান আবারও চিন্তায় ডুবে গেল। ইন্টারমিডিয়েট এর সময় সে সায়েন্স এর যে ক্লাসগুলো করত সেখানে স্টুডেন্ট ছিল সব মিলিয়ে ২৩ জন। সেটাও খাতা কলমে। কিন্তু কখনই ১০/১১ জনের বেশি ছাত্র-ছাত্রী দেখা যেত না। ওরা সবাই সামনের বেঞ্চে বসত। শীতকালে ব্যাপারটা মজার হত।
ক্লাস শুরু হয়েছে। সুহানের পছন্দের ক্লাস হচ্ছে। ইলেক্ট্রনিক্স এর উপর। এই সাবজেক্ট টা ওর খুব প্রিয়। মেশিন অথবা মেকানিকাল টা তার মোটেই ভাল লাগত না। বেশ কিছু কারনে ভালো লাগত না। তার মধ্যে একটা হল রুটিন এর টাইমিং। ক্লাসগুলো খুবই বাজে সময়ে দেওয়া। দেখা গেল কোনদিন দুইটা ক্লাস কিন্তু ৬ ঘন্টার মত ক্যাম্পাসে থাকা লাগে। এর চাইতে বাসায় ঘুমাতে বেশি ভালো লাগে সুহানের। এমনিই প্রাইভেট ভার্সিটির পড়া,তার উপর মোহাম্মদপুর থেকে ফার্মগেট আসতে জান ছিঁড়ে যেত ওর। প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে ঝামেলাজনক ব্যাপারটি হল এদের কোন হোস্টেল নেই। যে যেভাবে, যেখানে ইচ্ছা থাকো। এর জন্য অসুবিধাও কম হয় না। অনেকেই আছে যারা দূরে ফ্যামিলির সাথে থাকে। সেখান থেকে আসতে যেতেই সারাদিন শেষ হয়ে যায়। যদিও মোহাম্মদপুর অনেক দূরে ছিল না। কিন্তু প্রতিদিন বাসে করে আসাটা ওর জন্য কষ্ট হয়ে যেত। এই সেমিস্টার এর পর থেকে সে ফার্মগেট এ চলে যাবে। এমন একটা যায়গায় উঠবে যেখান থেকে ক্যাম্পাস টা পায়ে হাঁটা দূরত্বে হয়।
*
ফার্মগেট! শিক্ষার ব্যাবসাকেন্দ্র। কোচিং-ক্যাম্পাসে ঠাসা এই জায়গাটা তে শুধু শিক্ষার ব্যাবসা চলে। অন্তত সুহান তিন বছর আগে থেকে যা দেখে আসছে তাতে করে এর চেয়ে ভালো করে কিছু বলা যাবে না। প্রতিদিন সুহান এখানে আসা যাওয়া করে। কোচিং-এ পড়া ছেলেমেয়েদের সাথে দেখা হয়, ভীড়ে গায়ে ধাক্কা লাগে। যখন বাসে উঠে তখন দেখে অনেক ছেলেমেয়ে কোচিং এর ২/৩ পাতার শীট এর দিকে বিরস-বিহ্বল চোখে তাকিয়ে আছে। একটাই আশা, পাবলিক ইউনিভার্সিটি তে চান্স পাওয়া লাগবে। সুহানের মনে পড়ে যায় এই দিনগুলোর কথা। উদ্ভাস এ ক্লাস করত সে। বাসায় টেস্ট এর নাম্বার যেত প্রতি সপ্তাহে। এই পাবলিক পাবলিক করে কত কথা না শুনতে হয়েছে তাকে।
সুহান একটা হিসাব মেলানোর চেষ্টা করছে। এই যে ছোটবেলা থেকে যত প্রকার ব্রেইনওয়াশ টা করেছে সবাই, এর ফলাফল টা কি হল? শূণ্য নাকি কিছু একটা। সে কি এটা চেয়েছে নাকি তার বাড়ির মানুষগুলোর ডিসিশন এ তার এই দৌড়াদৌড়ি। সে কি হতে চেয়েছিল? আর কি হয়েছে? আদৌ কি কিছু হতে পেরেছে?নাকি........
পাশ থেকে জীবন ঠেলা দিয়ে বলল সুহানকে," এই সুহান,কি বিড়বিড় করছিস?ক্লাস তো শেষ চল বাইরে যাই।" ক্লাসের এই একটা ছেলেকে সুহান পছন্দ করে। ক্যাম্পাসে ১ টা বছর পার করার পরেও সুহান কারও সাথে বন্ধুত্ব করতে পারেনি। ক্লাস ৬ থেকে সুহানের একটাই ফ্রেন্ড ছিল,শিশির। ফ্রেন্ডশীপ বলতে সুহান যেটা বুঝে সেটা হল, "বন্ধু হল এমন একটি প্রানী যারা এক জন আরেকজনের সমস্যা টা বুঝে,যার সাথে মনের কথাগুলো শেয়ার করা যায়"। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে সবাই বন্ধুত্ব করে কোন না কোন একটা কারনে। কেও পড়াশুনার ক্ষেত্রে,কেও ব্যাবসা বাণিজ্য করতে গিয়ে,কেও বা আবার চাকরী করতে গিয়ে। শিশিরের সাথে সুহান এর বন্ধুত্ব হওয়ার কারন টা পড়াশুনার উছিলায় হয়নি।সে চায়নি পড়াশুনা দিয়ে তাদের বন্ধুত্ব শুরু হোক। এই বন্ধুত্ব বেশিদিন টিকে না।
এরা প্রায় একই টাইপের ছেলে ছিল। দুইজনেই গল্পের বই পড়ত। সায়েন্স নিয়ে দুইজনেরই আগ্রহ ছিল প্রচন্ড। এভাবেই মতের মিল হতে হতে এরা বন্ধু হয়। যেহেতু পড়াশুনা থেকে এই বন্ধুত্ব শুরু হয়নি তাই ১০ বছর পরেও এদের মধ্যে বন্ধুত্ব একই রকম থেকে গেছে। যদিও দুইজন দুই সাবজেক্ট এ আছে।কিন্তু তারপরেও তাদের যোগাযোগ ভাল।
এই জন্যেই হয়ত নতুন ফ্রেন্ড বানাতে পারেনি সুহান। গত এক বছরে অনেক ছেলেমেয়েই তাকে দোস্ত,বন্ধু বলেছে,কিন্তু কারও চোখেই সে শিশিরের ছায়া দেখে নি। জীবন একটু অন্যরকম ছেলে। ভাল খারাপ যাই হোক, নীতিবান ছেলে। সবার সাথে সমান ভাবে মেশে। কারও উপর জোরাজোরি করা অভ্যেস নেই। হাসিখুশী,ফ্লার্টি টাইপ। শিপন এর পরে জীবন এর সাথেই বেশি কথা হত সুহানের। একেই বন্ধু ভাবে সুহান। যদিও লাইব্রেরী তেই বেশি সময় দেয় সুহান। তারপরেও জীবনের সাথেই সে বেশি ঘোরে। ব্যাপারটা রিমা অপছন্দ করে অবশ্য। জীবনের ফ্লার্টিনেস টা সহ্য হয় না রিমার।
প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর সুহান ব্যাপারটা ঠিক মেনে নিতে পারে নি। তার জন্য ক্যাম্পাস লাইফ টা একটা বিভীষিকাময় যাত্রা ছিল। এক টানা ক্লাস,দিনের পর দিন। যদিও ছুটি পেত সপ্তাহে ২ দিন কিন্তু তারপরেও এই ২ দিন টাও অনেক যন্ত্রনার মধ্যে দিয়ে যেত। সারা সপ্তাহের পড়া এই দুই দিন কম্প্লিট করা লাগত। সবাই নতুন ছেলেমেয়ে,কেও কাওকে চেনে না। কি অদ্ভূত একটা অবস্থা। তারপরেও ২-৩ দিনের মধ্যে সবাই এমন একটা ভাব শুরু করল যেন এরা একে অপরকে অনেকদিন ধরে চেনে। এদের অনেক মিল। সুহান প্রথমে কনফিউজড ছিল। কেও কাওকে জানে না চেনে না তারপরেও এই হঠাৎ মিলমিশ। অদ্ভূত!!
সুহানের এলাকার কিছু ছেলেমেয়ে ছিল যারা আগে থেকেই ক্যাম্পাসের স্টুডেন্ট ছিল। এদের কারও কারও সাথে সুহানের ভাল সম্পর্ক কারও সাথে খারাপ। তবে সুহান চেয়েছিল এবার তার একটা ফ্রেশ স্টার্ট হোক। যদিও তার স্কুলজীবনের এক ক্লাসমেট "রিক্ত" হতে দেয় নি। এই একটা ছেলে যে কিনা সুহান এর টাইপ এরই না,সে এসে পড়ল সুহান এর সেকশন এই,একই ক্লাসে। এই ছেলেটা অনেক বিরক্ত করত সুহানকে। ২য় বর্ষে এসে অবশ্য ব্যাপারটা ঠিক হয়ে গেছে। কিন্তু ফ্রেশ স্টার্ট টা হয়নি সুহানের।
এই ফ্রেন্ডস,রিলেশন,ক্লাসমেট এর কনফিউশন নিয়ে সুহান এর দিনগুলো পার হচ্ছিল। এই দৌড় ঝাঁপ এর মাঝে সুহান একটা ব্যাপার টের পায়নি। লাইফ তাকে ভয়াবহ একটা জায়গায় ঠেলে দিচ্ছে।
PDF : https://drive.google.com/file/d/0B6i1IEvpnM6za2ZrSWgwc0liRms/view?usp=drivesdk
Sunday, July 30, 2017
কবিতা-তোমার জন্য
Monday, July 24, 2017
Friday, June 2, 2017
Another sketch from Phantom World
The half side drawing.
The most important part was hair and eye.Couldn't bother drawing the lips because it wasn't there at that scene.
Feel free to rate it.
Tuesday, May 30, 2017
Saturday, May 27, 2017
Tuesday, May 16, 2017
Watchdog Hand sketched Logo
I am a die hard fan of Watchdogs game.
Just finished a logo with some new concept.Hope you like this....
Friday, April 28, 2017
Confusion and Questions
Friday 28,April, 2017
Sometimes I am deeply confused with my life. What are they planning for me and planning on me. At this stage I want to ask my family two questions. One : On what basis they are wasting money on me,on my education. What are planning for my future. The answer us me. It was always me.But why they hid myself. I think they are planning on something self realizing. They think I am going to mature into the thought that I have to make my own way own rules.Then everything would go well. I am astonished why they didn't say that to me a little earlier.
Another question is : What is that least one plan that they successfuly executed through me. They feed me with a lot of false hope( actually not entirely false). First they tuned my mind for the 5th grade scholar. Then for the 8th. And then for the S.S.C and then University......
I thought for stopping this. And then I started searching for a consequence. What is the end of it. We all read this thing whole life that, " Life is not a bed of roses". I knew that life will get shitty while time passes. With pain comes the pleasure. Then why make the pain sorrowfull when it is already painfull.
Anyway I stopped eating their hopes..The dreams...when I was at 9.
Then I tried to execute my own plans.And they blocked them too.... Why because they think I can earn when I have a good degree. But there is the thing. A line of Engineering is not much streight. If we don't have experience we can't do anything.
And still they make me enter inside EEE while I wanted to get inside CSE. They just interfered with another potential ability of mine. I really never wanted to get afmitted into a private university. Why? Thousands reasons. In fact I was about to get inside national college. Living a life full of complexity is better that wasting money. I thought that first. But then I found that is good for my peace(getting admitted in a prvt versty). But then the pain came.
Anyway I am fighting with my pain. My freelancing job is compromised badly. I can't find a tution.I can't find a work. I can't talk with people even if I wanted to. I am all alone. Sometimes I think my inner self is dumb an it can't talk. Hehehe..... Maybe that is why I like to write so much. I like chatting through facebook.
Saturday, April 1, 2017
How to install a Linux(debian/anything) in Android and use it from Windows with SSH
How to install a Linux(debian/anything) in Android and use it from Windows with SSH: The goal of this operation(Just joking)/post is to use linux command line tools on Windows without installing linux on PC.It can save somne time/space of persistent memory too.But you must remember that the whole thing will be used from Android. So keep your phone healthy. I am posting this to help people to use both system without booting or installing system.
1. First install "Linux on Android" on your Android(Make sure your phone is rooted)
2. Then install "Terminal Emulator" on Android and download and install a Linux distro .The tutorial can be found inside the app
3. Keep the zip file and extract the zip file that has the image file and keep the zip file for future use.
4. Now install "Putty-SSH client for windows" on your pc
5. Now find the IP address of your Android with netstat command(you can see your device's IP on Wifi option too).
6. (You must use wifi or tether your Android with the PC if you want to use this)
7. Login information: username: debian (If you are using debian.img) password: root root password: debian (For Advanced level only)
8. Launch the Linux and keep the terminal emulator open. Remember FAQ:
1. How to download necessary image files from Internet?
==> You can find these image files on Sourceforge. These files are available under Linux on Android app. Just google it with "Linux on Android" and you can find the files
2. App not working
==> The app might have some problems. Install the app from Sourceforge first. Then install the version of the app from Google Playstore and use it.
3. How to mount specific directory? ==> Configure the image file with configure option.
4. How to increase memory of image file?
==> In configure option check the 1 GB swap for increasing the space so that you can add up more space with the image file.
5. How should I open more terminals if I want to use more on Android Terminal Emulator?
==> Use and ssh client app or find ssh binaries and paste them in the /system/bin or /system/xbin and execute directly with the terminal app. Login basic is described already.
6. Is there any possibilities that I can make my Android weak?
==> Not at all.Linux is the fastest OS ever happened with planet earth.Linux obeys you like a dog.(Not bite you like a dog like windows).And another thing is what happens in Vegas Stays in Vegas.I mean if anything happens it will be happening inside the image file. If you face a problem you can againg re-extract the zip file and again install that image file.
7. Why the post is not helpful for beginners?
==> This post is only for Advance users.Because the beginners can brick their phone or do something wrong with their Android. Windows won't have any problem since you are using the client only.
Friday, March 31, 2017
An Imaginary Conversation with my Imaginary Friend(IF)
A motivational post..Most of the contents are real..But I defaced some...enjoy this article :
My one and only friend IF is still a friend of mine because he is streightforward to me. I like streightforward people. They don't hide anything.
His predictions are very good. But there is one problem between us.
IF is way too smarter than me(This is not the problem). On the other hand I am a......... never mind..The problem is there are some misunderstandings between us...
I think that I am the worst peice of shit ever born on this doomed planet who has no idea about the world.
I think IF thinks much worse than me, about me.
I am not blaming anyone for that.Because after a long time I realized, "Human being make their own mess,so they have to clean their own too." How? Who cares how!
Anyway there are something that we really should have talked about soon. But looks like we are not capable of that because we have different timelines of holidays.
An Imaginary conversation with IF:
IF: Srabon, you are a goat.
Me: Hummm...
IF: Please turn into a human soon.
Me: How?
IF: You are still a goat.
Me: Hmm
These are the typical talks we do when we meet. Any person in this world might hate that.But I kind of like him. At least someone outside my family care about me. Ain't I a lucky goat.
These days he is talking in more.... I dunno the word...How should I put this..elderly mode.. This is okay. He is not clear about something...Actually a lot of things...
Again starting:(30-March 2017)
Me: IF I really like someone very much. I think I am in love.
IF: Who is that?
Me: Shaddrin Saifiaa.( and then told the description)[Real name replaced]
IF: Same Age?
Me: Nope, she is less.
IF: Study level same (asking about grade/year/class)
Me: Yes.
IF : Forget it. She will reject you streight in front of everyone.(I was confused first. Why did he say, "in front of everyone" She could reply instant or tell me through message. Then I realized she could get me into a public place and insult me.Horrible! )
Me : But.. but..um..(I was going to say something)
IF: Stop!
This is a wrong prediction. Streightforward people have one little problem. They always think that they know the rest of the line. But I know they don't.Not about me.Here is a little thing I want to share my friend===>> I never interfere into other's life. I follow a very strict rule,Never start a relation without being mentally and financially prepared. And never get into a relation untill someone else is ready to die with me(means propose me/figure out I want her badly).Actually two rules ,sorry.And I know there is no girl out there (without my Mom) who wants me..Shit! Anyway there is a long Shitty psychological explanation behind that.
I have prepared myself as a feelingless beast after all these years of mental torture.Because I figured out that people around me are feelingless too. They don't care about their spawns. They care about something that could be destroyed in a minute..But one thing I must say that IF cared about me.
Now I want to start another:
Me: Hey IF, How are you going to feel if someone forcefully take away a toy you like the most and break it?(Now here is one thing.IF is not an optimistic, so he might reply with ===>> Dhur Baal.)
I am going to try again....
Me: Hey IF...What if someone take your mobile from you.In fact one of your favourite one how you are going to feel?( This might or might not work.But sorry I have to keep this conversation going in)
IF: I am gonna...... that.. ........(censored).
A psychological impression. They always talk about what they are going to do when they are angry..But I asked how he would feel...Not what he would do.?
IF:Okay I am gonna feel bad..of course..Goat! you don't have to ask this..Don't you know that?
Me: Now that is my problem...A lot of things were taken from me.Then destroyed before my eyes.That is the main reason I keep myself locked away from society for a long time(Still locked) .
Society don't give a shit about what I am going to do. At the end of the day they are going to calculate what they have got from me. And a fun fact is that they are going to calculate that without a Casio FX-991 scientific calculator. Again....Shit!
Human being is the most sadistic(I felt like I should put this word even though I have no idea what does this means),psychologicaly / mentaly paradoxed being ever created on earth.Someone who is trying to be good with his/her family are not well known or smart before their friends circle. And who is trying to get along with friends are bad before his/her family.
So I decided...I don't give a fuck..Really! you have to turn into something else which you are not, for being mama's boy or kings of fighter(I mean good with friends).
So I thought about something else........Wait I have to clear something else too.......
The thing you said today (30-March,2017)kind of depressed my shit out....The ex-rel....(why bother with short form) ex-relation....
IF: Rahima(Replacing the real name) would have loved and continued the relation with you. But you are a Goat! Change your attitude.
Me: (Silenced)....(No humm no nothing this time)
After all these years he is telling me about that...
I want to know something....That relation broke up, because it was no relation...it was a sense of guilt that we would heart each other...Did she wanted this?Did I wanted this(actually I wanted that)....But who cares when a boy say yes...
Relation is not a one way function...(Oops a programmer way of saying) a one way decision...
Two minds must fuse with each other. Like we are.. We hate each other,we fight each other over different matters(we never actually fought by hands).But we have a good relation between us.(Trust me sometimes I wish why the bloody hell you are not a girl. Then I could elope with you.Haha)
Anyway that is some nasty imagination.Forget it.I discussed about my rel with IF a long time ago. But he is blinded so much with this idea that I am some unsmart,selfish,self-centered goat. Actually he is right about the self-centered stuff.Goat! I have no idea about.Selfish...... Not a single chance
After all these I came to some decisions:
1. I am going to open myself to those who really know who I am. And I am going to stay far away from those who don't know/realize me.
2.I am not going to propose anyone whom I like.(A matter of crucial fact that my family members are forcing me to get inside a relation while I am trying to cope with the fact that my parents are wasting a huge amount of money after me for my study.And the most crucial fact sometimes they ask me about how many girls are there in my class.)If anyone wants to start with me(a relation) then I am going start and ready to die for her(before dying I would like to examine if I am drunk or something.Because there is no girl who is going to do that.And this time I am not talking about my mom because we are already in a son-mom relationship).
3. I am going to wear my Undies regularly.(Oops never should have said this).
Anyway here is something again we are going to argue about...But I think you might try to pass this one with care...
Me: Hey IF do you know how it feels when someone try to stop you from doing what you are good at? Do you know how it feels when someone take away your tools and order you to do things that must be done with those tools and when you can't do that they mock you and say bad things about you?
IF: (pretty much silence)
This is the main reason I never try to talk with people...But it comes with a crucial pain...It's not like I don't want to talk with people. But when I look at people(specially some people) I feel kind of stranded. My so called precious paranoia triggers with the knowledge of past that what people had done with me. But I really would like to talk with people... Sometimes I can't find words to talk with them.
I am alone.(psychologicaly of course.you can never be alone physically in a country of 20 crore population). People are not meant to be alone.But I am..I try to talk with people a lot. But when I sit before /beside them I find myself out of talk. I have nothing to talk with them..How should I.
I dunno the news.
I don't hang out.
I don't talk much.
I don't play sports.
I don't share my studies with classmates/rummies
I am not from their generation
I don't know what other's like
I don't brush my teeth.......etc etc etc..
I am a boy(Not a man for sure) with a false hope that everything is going to change someday . I am a boy with a delusion that people are going to behave good when I am also good with them. Fuck people... People always use you when you are good at something.(I am good at nothing so people don't even know that I exist)...
I have learnt a lot of things. People have done a lot of bad things with me too. But I never broke my ideals. And now I am like an old man who is waiting for death. What is our purpose, to bang other's life? You might be my bestie. But you can never realize the pain I have ever felt( Like I am never going to realize whadda fuck you enjoy while smoking). But one thing you remember I am never going to change. I am going to evolve. If anyone want to stay with me I will stay by their side.
I could have stopped this life with a suicide but that is against my code. I wanna live. (Not for the girl I like).I am gonna live my life for me,myself. And nobody controls my life. I am the master of my own strategy and the writer of my own story.
After this conversation my friend would say ===>> Goat!You will always remain a Goat!Baal!
Uff trust me man I always enjoy called by Goat by my best friend so much.(I don't hate it when other people say that. I mean really I am not going to turn into a goat when you are addressing me with that name.I mean when you address a girl by whore she is not a whore(Not all the time). Anyway the fact is that, let people say whatever they want to. But I am going to win and show these people that their so called bounds never worked on me and now I am successful.
Here is a joke to make a happy ending...
In 7th grade there was a boy who called me by the name "Goat"..Now when we call someone by his/her name we of course remember their real name too. But this guy used the name so much that he totally forgot my real name.Hahahahaha.... :) :-)
" Baal" means dick hair.
Saturday, March 18, 2017
How to make linux shell like binary program with C
Here is a tutorial I have written. I have just explained some simple and fuzzy programs in this tutorial.
Download
Wednesday, March 15, 2017
Linux Shell for Level 2 learners
My first ever tutorial to publish.Ask me anything about it.I would like to write improved tutorial if you help me.And TIA to busybox.
Download