Friday, March 28, 2014

Love you Shreya Ghoshal


A part of my personal note.Expressing the feelings about Shreya Ghoshal.
শ্রেয়া ঘোষাল একজন ফাটাফাটি গায়িকা।  তিনি শুধুমাত্র গায়িকাই থেকে গেছেন।Songwriter  অথবা composer হননি।এর আগে উনার অনেক গান শুনলেও অল্প কিছুদিন আগে T.V প্রথমবারের মত দেখি।সাধারণত ফ্যান রা গায়িকা দের vocal পছন্দ করেন।এছাড়াও আরও ব্যপার আছে।বলছি না,বললে obscene হয়ে যাবে।আমার কাছে উনার vocal এর সাথে চোখের ব্যাপারটাও ভাল লাগে।বেশ বড় ও সুন্দর।সানি লিওনের মত কুৎসিত ধৃষ্টতায় ভরা চোখ নয়।আমি তো উনার চোখ দেখে উনার উপর ফিদা হয়ে গেছি।তার চেহারা দেখে অনুমান করা যায় সারাজীবন একটি সহজ-সরল রীতি-রেওয়াজ এর ভিতর ছিলেন।এখনকার মেয়েদের মত তার bedtime story নেই।উনার বয়স প্রায় ৩১। বিয়ে করেননি।কেন করেননি তা নিয়ে ভাল জল্পনাকল্পনা আছে।আমার নিজের কিছু মতবাদ আছে।ধরা যাক উনি বিয়ে করলেন।দেখা গেল উনার ফ্যানরা আত্ম্যহত্যা করে বসলেন।কিংবা তিনি যাকে বিয়ে করবেন তাকে সবাই তুলে নিয়ে গেল।অথবা এমন হল যে বিয়ের মন্ডপটাই ভেংগে ফেলা হল।এছাড়াও এমন ও হতে পারে বিয়ের পরে রীতি রেওয়াজ এর চাপে পড়ে তার গান গাওয়া লাটে উঠে গেল। যাই হোক বিয়ে না হউয়া পর্যন্ত আমি try মারার আশায় থাকব।উনাকে বলব:
'আমি আপনাকে মন থেকে ভালবাসি'।'Apne mere dilka chyen ura dia'.'You are my dream girl'.
 গান গাইতে আমারও খুব ভাল লাগে।যখনঈ দেখি আশেপাশে কেউ নেই তখন গলা সাধি।গান গাওয়ার বেপারে তার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি।তিনি আমার গান গাওয়ার প্রচেষ্টা accelerate করেছেন।love you SG.
on fb https://m.facebook.com/sohan.arafat